Jonaki by Shilajit
জোনাকীটা জ্বলছিল মিটিমিটি সন্ধ্যের কাঁচা আঁধারে
মিটিমিটি ঝিকমিক, উড়ছিল যেন ঠিক জংলি হিরে
তা উড়ুক, ঝরে পড়ুক, পুড়ে মরুক এই মনটা দেখে
কিন্তু যে সেটা হঠাৎ তারা হয়ে যাবে কে তা জানতো..
পলকে পাখনা মেলে উড়ে এলো রূপসী তারা
জংলা গাছের ভিড়ে লুকোচুরি খেলা শেষ করে
পলক পড়ে না সোজা তাকালো সে হেসে ভালোবেসে
তা হাসুক, ভালোবাসুক, কাছে আসুক সে ছায়াপথ বেয়ে
কিন্তু যে সেটা হঠাৎ তোমার মুখ হয়ে যাবে কে তা জানতো..