ABAR | MINAR RAHMAN

Title: Abar

Lyrics: Snehasish Ghosh 

Singer: Minar Rahman

Music: Rezwan Sekh

Album: Ami Toh Amoni

 

—–

 

তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে? 

তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?

দেব না জল আসতে চোখে কোনদিনও আর,

আর একটি বার দাও যদি জল মোছার অধিকার ।

 

তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে? 

তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে? 

আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই ।

আমি আবার তোমার আশার প্রদীপ হতে চাই ।

দেব না জল আসতে চোখে কোনদিনও আর,

আর একটি বার দাও যদি জল মোছার অধিকার ।

 

তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে? 

তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে? 

মুছে ফেলো অভিমানের দাগটি তুমি এবার,

হাসির আলো আমায় করো আলোকিত আবার ।

দেব না জল আসতে চোখে কোনদিনও আর, 

আর একটি বার দাও যদি জল মোছার অধিকার ।

 

তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে? 

তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে? 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *