Sarbonaash by Shilajit

Singer: Shilajit Maninder
হৃদয়, তোমাকে ছুঁতে চেয়ে
হাজার, হাজার, হাজার, হাজার
প্রহর পেরিয়ে আসে
অবিরত শব্দ মিছিল
হৃদয়,
মন, ওজন, পৃথিবী,
দেশ, সময়, স্বজন, পথিক, শ্রমিক, প্রেমিক
ক্রমিক, টনিক।
শব্দ সূর্য ওঠে, শব্দ সূর্য নামে
পুরোনো শব্দ জমে
বিষের মতন শিরায় শিরায়
ওগড়াতে চাই শব্দের ভিড়ে
হারিয়ে যাওয়ার আগে
শব্দ ছুঁড়বো গ্রহ তারায় তারায়।
আমার শরীরে জমা শব্দের ভিড়
শরীর শব্দে বাঁচে শব্দে শরীর
আমার শরীর আর এ শরীরে মন
মনের ভেতরে কালো নীল কানা গলি তার
বাঁকে বাঁকে প্রেম, প্রেমে রাত নির্জন
একা একা সে আঁধার
একা খিদে থাবা আশা ভাসা
ভালোবাসা আগুনের ভীড়।
আমার শরীর আর এ শরীরে মন
মনের ভেতরে কালো নীল কানা গলি
তার বাঁকে বাঁকে প্রেম, প্রেমে রাত নির্জন
একা একা সে আঁধার
একা খিদে জ্বালা থাবা ধোঁয়া আশা ভাসা
আগুনের ভীড়।
আমার শরীরে বাবু আমি দালাল
আমার দুচোখে ঘুম আমি কাঙাল
আমি প্রেমিক ঝড় বিরহ বিকার
আমিই শিকারী সাজি আমিই শিকার
তাইরে নাইরে নাইরে নাইরে নাইরে নাইরে
তাইরে নাইরে নাইরে
আমি শরীর বেচে খাই রে,
তাইরে নাইরে নাইরে
আমি শরীর বেচে খাই রে,
তবু এ শরীরে কলঙ্ক যে নাই।
আর ওদিক কানা গলি
লাল আলোতে আন হোলি ২
আমি ধব-ধবে ফর্সা কানাই।
সর্বনাশ আমি বলতে চাই
সর্বনাশ আমি বলবো তাই
সর্বনাশ তোল আওয়াজ
সর্বনাশ লিখবো আজ স্লোগান
তোমার সফেদ-এ দেওয়ালে ..
ব্রহ্মা,ব্রহ্মা,ব্রহ্মা,ব্রহ্মা, শিবায়
জয়তারা
শরীর এ পুরোনো,
পুড়ে তো যাবেই কখনো
মাংসো মন,
স্বপ্ন প্রেম পুড়ে ছাই
একা তো পুড়বো না,
অনেকে আগুন এ হৃদয়ে
একা তো পুড়বো না,
অনেকে আগুন এ শরীরে এ এ..
একা তো পুড়বো না,
অনেকে আগুন এ হৃদয়ে।
বাড়াও হাতে আজ তোমাকেও জ্যান্ত পোড়াই..
আমি খিদে, খিদে .. খিদে ..
আমি খিদে, আমি খাই
আমি আদর ছড়াই
আমি আগুন সেজে পুড়ি বা পোড়াই।
আমি প্রেমের পাশে বসি
বসে ফুলের মতো ঝরি,
আমি ফুলের পাশে বসি
বসে প্রেমের মতো ঝরি,
আবার সুযোগ পেলে গরুও চরাই।
সর্বনাশ, ওহে ভদ্রলোক
সর্বনাশ তোর পুন্য হোক
সর্বনাশ শুন্য চোখ
সর্বনাশ ভর্তি হোক
স্লোগান তোদের আমার খেয়ালে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *